হোম > সারা দেশ > খুলনা

হাদি হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

খুলনা ব্যুরো

বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদের সামনে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাকিব হাসান এবং সঞ্চালনা করেন ইসরাফিল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন ডা. জে আই সাবিত, আজিজুল ইসলাম ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে দেশের যুবসমাজকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমে যাবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। তাদের ভাষায়, হাদি দেশের জন্য জীবন দিয়েছেন এবং তার শাহাদাত বাংলাদেশের যুবসমাজকে আরও দৃঢ় ও প্রতিবাদমুখর করবে।

বক্তারা দাবি করেন, হাদি হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয় বরং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদের কণ্ঠরোধের অংশ। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তরা বিদেশে পালিয়ে থাকলে কূটনৈতিকভাবে তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

সড়ক দুর্ঘটনায় খালা–ভাগিনার মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদ‌হে গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে পু‌লি‌শে সোপর্দ

পায়রা চত্ব‌রে হাদির গায়েবানা জানাজায় শতা‌ধিক ছাত্রজনতা

হাদিকে হত্যার প্রতিবাদে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বিক্ষোভ

হাদির মৃত্যুর খবরে ঝিনাইদহে আ. লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর

২৫ ডিসেম্বরের মধ্যে হাদির খুনিদের ফিরিয়ে দিন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারতীয় পুলিশ

আইন শৃঙ্খলাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: গোলাম পরওয়ার

আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় গ্রেনেড বাবু গ্রুপ জড়িত