হোম > সারা দেশ > খুলনা

ইসিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: রাশেদ খান

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদমুক্ত। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামী পদধারীদের নির্বাচনের সুযোগ দিলে জনগণ রুখে দাঁড়াবে। সরকার যদি ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে রমনীয়তা দেখায়, তাহলে সরকারকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বুধবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারানকান্দি বাজারে পথসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তফসিল ঘোষণার বিষয়ে জানিয়ে রাশেদ খান বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছেন। আমরা নির্বাচন কমিশনের এ পদক্ষেপকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলাসহ দেশের সকল ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। আমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

এর আগে পথসভায় বক্তব্যে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। আমরা সবদল মিলে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আগামী নির্বাচনেও আমরা গণঅভ্যুত্থানপন্থী সবদল এক হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেব। আমরা বিভেদের জালে আটকে গেলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।

অন্যান্য দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনীতি করব, ভোটের মাঠে প্রতিযোগিতা করব। কিন্তু আসুন আমরা হিংসা ছড়ানো থেকে বিরত থাকি। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা কেবল সরকারের দায়িত্ব নয় বরং সকল রাজনৈতিক দলের দায়িত্ব।

খুলনা জেনারেল হাসপাতালের আউট সোর্সিং কর্মচারীদের মানববন্ধন

খুলনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির গণ দোয়া

জামায়াত প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার

পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

ন্যায্য দামে সার মিলছে না নড়াইলে

দখল-দূষণে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের তিন নদী

বাগেরহাটে চার আসন আপিলেও বহাল

সাবেক এমপি সালাউদ্দিনের ৩০ অনুসারীসহ জামায়াতে যোগদান

৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেলো ভারত

সিলেট বিভাগের তিন জেলায় এনসিপির মনোনয়ন পেলেন ৫ জন