হোম > সারা দেশ > খুলনা

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রিভিউ করার সুযোগ আছে

বিএনপি নেতা ব্যারিস্টার কাজল

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে বিষয়টি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারভুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ডাকবাংলোতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের অনেক উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সেসব দেশের সরকারের পতন হয়েছে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষের আইনপ্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি মনে করেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল। শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে আগস্ট বিপ্লবে অংশীজনদের নিয়ে, বিশেষ করে যারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেই বিপ্লবীদের নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, বিএনপি সবসময় বলে আসছে যে সবাইকে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের লোক ভোট দিতে পারেনি। তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসর থাকলেও ১৬ বছর ধরে নির্যাতিত রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসে ফেব্রুয়ারিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সাতক্ষীরায় বিজিবির কঠোর নিরাপত্তা

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

কুবির ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

নৌ-পুলিশের স্পিডবোটে আগুন, নদে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা চালকের

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রাশেদ খানের

যশোরে আট যুবককে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিবি

সুজনের অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা এক মঞ্চে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

পশুর নদের ভাঙনে বিলীন মামার ঘাট, ভোগান্তিতে মানুষ

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির