হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে শিক্ষক আয়ুব আলীর বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আইয়ুব আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামছুল হক, সাবেক শিক্ষার্থী সাংবাদিক ও গবেষক ড. সরদার এম. আনিছুর রহমান, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা সরকার, মাদরাসা অধ্যক্ষ আজিজুর রহমান, বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক মাওলানা আইয়ুব আলী, সহকারী অধ্যাপক মাওলানা আসাদুজ্জামান, রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসিন সরকার, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম ও শাহীন চৌধুরী, ভাইস-প্রিন্সিপাল মহিউদ্দিন, রামপুর-কাকচর বালিকা মাদরাসার সুপার নূরুল ইসলাম, সাখুয়া মাদরাসার সুপার নাজমুল হুদা, প্রাক্তন শিক্ষক নেয়ামত আলী ও বিমল চন্দ্র সূত্রধর, শিক্ষক ফারুক আহমেদসহ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আবু তাহের, সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম, আমিনুল ইসলাম ও আজিবুল হক প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা বুরহান উদ্দিন। এতে মাদরাসার গভর্নিং বডির সদস্য, এলাকার গুণিজন, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাদরাসার প্রতিষ্ঠাতা ও একজন আদর্শ শিক্ষক হিসেবে মাওলানা আইয়ুব আলীর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

সভাপতির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি ফয়সাল আহমেদ বলেন, মাদরাসা প্রতিষ্ঠা ও উন্নয়নে মাওলানা আইয়ুব আলী তার দীর্ঘ কর্মজীবনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, অবসরে গেলেও তার সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাদরাসার কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের সহযোগিতা পেলে অচিরেই এ মাদরাসাকে দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।

মেজর আখতারের নেতৃত্বে ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট, ভোগান্তিতে রোগীরা

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেপ্তার

ভালুকায় বাস উল্টে নিহত ২, আহত ১২

অধ্যাপক জসিম উদ্দিনের গণসংযোগে মানুষের ঢল

ফুলবাড়ীয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ভৈরববাসী

হাওর থেকে পাহাড়, প্রতি আসনেই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই