হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যারা প্রতীক পেয়েছেন তাদের মধ্যে জামালপুর-১

(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।

জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণ-সংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণ-অধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।

জামালপুর- ৪ (সরিষাবাড়ি) আসনে ৬ জন প্রার্থী হলেন-মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো. আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো. ইকবাল হোসেন (গণ-অধিকার পরিষদ), মো. কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো.আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণ-অধিকার পরিষদ)। আগামীকাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার