হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত টিকটকার ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাঁচা কবীর হোসেন (৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নর জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে।

স্বজনদের তথ্যমতে, নিহত কবির হোসেন চকপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি বাড়ির পাশের একটি মাছের খামারে চাকরী করতো। স্থানীয়রা জানান, ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং টিকটকে ভিডিও নির্মাণ করতো। সে প্রায়শই নেশা করে উল্টাপাল্টা আচরণ করতো।

নিহতের অপর ভাতিজা ফরহাদ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে চাচার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তৎক্ষণাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান দেখে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজামান বলেন, নিহতের ভাতিজা আরিফুলকে ঘটনার দুই দিন আগে তার অনৈতিক চলাফেরার বিষয়ে নিষেধ করলে ভাতিজা ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় মাছের খামারে চাচাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামী পলাতক।

মাদারগঞ্জে আমানতকারীদের উপজেলা পরিষদ ঘেরাও

মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে হবে না

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার রাসেল

ফুলবাড়ীয়ায় বাসে অগ্নিসংযোগ: আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

বাসে তিন দুর্বৃত্তের আগুনে জুলহাসের স্বপ্ন পুড়ে ছাই

যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

ধাওয়া-পাল্টা ধাওয়া হামলা ভাঙচুর, পরিস্থিতি থমথমে

নবাবগঞ্জে ৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সংকটে প্রাথমিক শিক্ষাব্যবস্থা