হোম > সারা দেশ > ময়মনসিংহ

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ভৈরববাসী

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত দলীয় নেতা-কর্মীসহ কিশোরগঞ্জের ভৈরববাসী। তার জনসভার জন্য ভৈরব স্টেডিয়ামকে সাজানো হয়েছে। সুউচ্চ মঞ্চ তৈরিসহ সাইন্ড সিস্টেম, ওয়াইফাই ও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। পরিচর্যা করে তৈরি করা হয়েছে পুরো মাঠ।

সাধারণ জনগণ, নেতা-কর্মী-সমর্থক, নারী দর্শক, হিন্দু সম্প্রদায়, আলেম-উলামা ও গলমাধ্যমকর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে পৃথক পৃথক বসার স্থান। দূরের দর্শনার্থীদের তাকে দেখার ও বক্তব্য শুনার জন্য চারদিকে বসানো হয়েছে এলইডি টেভিক্রিন ও সাউন্ড সিস্টেম। মাঠে রাখা হয়েছে পানীয় জল এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য প্রর্যাপ্ত ব্যবস্থা।

স্থানীয় প্রশাসন ও সিএসএফের নিরাপত্তা বলয় ছাড়াও শহরের আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে রেখে অবাধ যাতায়াতের জন্য দলের পক্ষ থেকে পোশাকধারী আড়াইশ স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ তারেক রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন ভৈরব উপজেলা স্টেডিয়ামে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনি আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ গঠনে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।

পরে তিনি নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে তিনি আজ সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায় অনুরূপ জনসভায় বক্তব্য রাখবেন।

এসব তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. শরীফুল আলম।

হাওর থেকে পাহাড়, প্রতি আসনেই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা