রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন ছুরিকাঘাত গুরুতর জখম হয়ে মৃত্যু বরণ করেছে। অন্যদিকে বিচারের স্ত্রী তাসমিন নাহার রামেকে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।