‘জান্নাতের টিকিট বিক্রি’ বক্তব্য প্রসঙ্গে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি বলেন, আপনি সাহাপুরে কর্মী সমাবেশে জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকিট বিক্রি করে—এমন যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা প্রমাণ করতে হবে। আমাদের বোনেরা কোথাও এ ধরনের কথা বলেনি। কবে, কোথায়, কার বাড়িতে এসব কথা বলা হয়েছে—আপনাকে তা স্পষ্ট করে প্রমাণ দিতে হবে।
মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলমন্ত্র। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ঈশ্বরদী–আটঘরিয়াকে ন্যায়-ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক এলাকায় রূপান্তর করতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশ—এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান।
পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 'জান্নাতের ভুয়া টিকিট বিক্রি' করে মর্মে বক্তব্য রাখেন। বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগান্ডা উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়েন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।