নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ জাতীয় পার্টির আরেক প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ার প্রথম দিন শেষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সহকারী কমিশনার আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে কুড়িগ্রাম-১ আসনের ছয় প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
অন্যদিকে, কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হলেও জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা হয়েছে। কিন্তু তিনি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে আতিকুর রহমান তার হলফনামায় বেশ কিছু তথ্য উপস্থাপন করেননি তাই তারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা দুজনেই প্রার্থীতা ফেরত পাওয়ার জন্য আপিল করতে পারবে। আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
মামলা ও আপিলের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার নামে যে মামলা হয়েছে তার কিছুই আমি জানতাম না। জানলে অবশ্যই সেটা আমি উল্লেখ করতাম। শুনলাম যে ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে এবং সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে। মামলাতো হতেই পারে, তবে আমি আপিল করবো।’