নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঈশ্বরদীতে ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের প্রধান সড়ক স্টেশন রোডের ১ নম্বর গেইট এলাকায় ঈশ্বরদী নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা নেসকোর মিটার রিডার নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ফোরামের আহ্বায়ক প্রভাষক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ বিপুল সংখ্যায় অংশ নেন।
সমাবেশে বক্তারা নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরের দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান।
তারা এ দাবিতে তিনদিনের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার ও প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’
বক্তারা আরো বলেন, ‘নেসকো ঈশ্বরদীর গ্রাহকদের হয়রানি করে, জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে— যা জনগণের সঙ্গে সরাসরি বৈরিতা। ঈশ্বরদী নাগরিক সমাজ এই স্বেচ্ছাচারিতা মেনে নেবে না।’
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা আরো দাবি জানান, ঈশ্বরদীর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অবিলম্বে অপসারণ, প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত ঘোষণা এবং ঈশ্বরদী পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেসকোর মিটার রিডার নজরুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, এনসিপি নেতা আহসান হাবিব, মাহমুদ খান বিদ্যুৎ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা প্রমুখ।
বক্তারা বলেন, ‘নেসকো কর্তৃপক্ষ একদিকে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ থাকবে বলে আশ্বাস দেয়, অন্যদিকে হঠাৎ করেই গ্রাহকদের বাধ্য করছে প্রিপেইড মিটার গ্রহণে। এরই প্রতিবাদে আমরা পূর্বে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু তার পরদিনই উল্টো মামলা দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছে।’
উল্লেখ্য, প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। গত ২৯ অক্টোবর নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের পর নেসকো কর্তৃপক্ষ অফিসে ভাঙচুরের অভিযোগ এনে ফোরামের আহ্বায়ক প্রভাষক আ ফ ম রাজিবুল আলম ইভানসহ দু’শতাধিক নাগরিকের নামে মামলা দায়ের করে। এরই প্রতিবাদে আজকের এ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।