বগুড়ায় এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলার শাহজাহানপুরের বনানীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিনিয়োগে এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় এস আর গ্রুপ চেয়ারম্যান ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত গোলাম মো. সিরাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গোলাম মোহাম্মাদ সিরাজ বলেন, এস আর হেলথ কমপ্লেক্স বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিনিয়োগে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান। কেবল মুনাফা নয়, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। আমরা শুধু বগুড়া নয় সমগ্র উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবাকে বদলে দিবে। এখানে থাকবে সর্বাধিক হাইটেক মেডিকেল যন্ত্রপাতি। থাকবে টেস্ট অফ-দ্য আর্ট টেকনোলজি, অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক এবং সুপ্রশিক্ষিত নার্স ও সুদক্ষ স্বাস্থ্যকর্মী।
বক্তারা জানান, প্রায় এক বিঘা জায়গার উপর নির্মিত হতে যাওয়া এসআর হেলথ কমপ্লেক্স দেশের স্বাস্থ্যখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটির শুভকামনা করা হয়।
বার্ষিক প্রফিটের ৫০% সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয়। প্রতিমাসে কমপক্ষে ১০০ জন অসচ্ছল কিডনি রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা কেবল মুনাফা নয়-মানসম্মত স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণই মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি জিএম সিরাজ-এর ভাই গোলাম রসুল হেলাল, জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক নাহিদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএমএ বগুড়ার সভাপতি ডা. আজফারুল হাবিব রোজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুহিত তালুকদার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, আসিফ সিরাজ রব্বানী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।