হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার চরের আতঙ্ক কাঁকন বাহিনীর ৫৮ সদস্য গ্রেপ্তার

অপারেশন ফার্স্ট লাইট

রাজশাহী অফিস

রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীর ৫৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাত থেকে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন চরাঞ্চলে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ফার্স্ট লাইট’। এ সময় ১০টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকন বাহিনী দমনে পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এক হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।

ইঞ্জিনিয়ার হাসিনুজ্জামান কাকনের নেতৃত্বে গঠিত এই বাহিনীটি প্রায় এক দশক ধরে পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয় বালু ব্যবসায়ী, কৃষক ও জেলেরা তাদের চাঁদাবাজি, খুন ও দখলবাজির কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়চা গ্রামের বাসিন্দা। ১৯৯৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করে তিনি কয়েক বছর সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে রাজনৈতিক আশ্রয়ে বালুমহাল নিয়ন্ত্রণ শুরু করেন এবং ধীরে ধীরে গড়ে তোলেন এই সন্ত্রাসী বাহিনী। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জেলায় এ বাহিনীর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন নিহত হন। পরবর্তীতে বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দেলৗতপুর থানায় মামলা হয়।

বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, নিহতদের মধ্যে আমান মণ্ডল ও নাজমুল মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। আহত বারিক ও মুনতাজ মণ্ডল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন জানান, বিভিন্ন জেলার পুলিশ সমন্বয়ে কাজ করছে। পদ্মার চরের সন্ত্রাসী কার্যক্রম বন্ধই আমাদের লক্ষ্য।

ধ্বংসের পথে রাণীনগরের কাশিমপুর রাজবাড়ী

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিলো পুলিশ

ডেঙ্গুসহ নানাবিধ রোগ থেকে মুক্তি দিতে পারে পরিচ্ছন্নতা: মুজিবুর রহমান

আ. লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

পদ্মার বিস্তীর্ণ চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’

নগরবাড়ীতে আধুনিক নৌবন্দর চালু, পণ্য খালাসে বাড়বে গতি

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর মোটর সাইকেল শোডাউন

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার