হোম > সারা দেশ > রংপুর

১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটায় সব শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া অনুষ্ঠান শেষে এলাকার ঐতিহ্য পিঠালি (ভাতের সাথে চালের আটা ও গরুর গোস্তের তরকারি) পরিবেশন করা হয় আগত সব মানুষকে। আর এই আয়োজন করেন উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম আহমেদ তুলিপ।

গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পরপরই সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে একে একে মানুষ আসতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে খাবার পরিবেশন। এলাকার  প্রায় ১০ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।

এতে অংশ নেওয়া ঘুড়িদহ এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, বিগত এক যুগে এত মানুষ একসঙ্গে এলাকার এই ঐতিহ্যবাহী খাবার খাওয়া এই প্রথম। খুব তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ ও পরিবেশণের কাজও ছিল অত্যন্ত শৃঙ্খল। একই কথা জানিয়ে বোনারপাড়া এলাকা থেকে অংশ নেওয়া আলাউদ্দিন আলা বলেন, একসঙ্গে এত মানুষ খাবারে অংশগ্রহণ করলেও বেশ সুশৃঙ্খলভাবে সবকিছু সম্পন্ন হওয়ায় ভালো লেগেছে।

উপজেলার হলদিয়া এলাকার বাসিন্দা ওমর আলী শেখ বলেন, আমাদের এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য পিঠালি। এ খাবারটি অত্যন্ত সুস্বাদু হওয়ায় অনেক মানুষ একসাথে অংশ নিয়ে খাবার খেয়েছেন।

এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ মো. ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলীয় নেতাকর্মীরা।

‘আমি আপনার আপু নই—ফর ইউর কাইন্ড ইনফরমেশন’: ইউএনও শামিমা

বোনারপাড়া জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গোবিন্দগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ প্রার্থী

নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে: সুজন সম্পাদক

অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র এমপি প্রার্থী উদ্ধার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে জরিমানা

বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা: এটিএম আজহার

রংপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার