জামাইয়ের গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপির দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এমনটি ঘটেছে। মৃত্যু শ্বশুর এনতাজুল (৬৫) দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। এক পর্যায়ে জামাতা আবু তাহের তার শ্বশুরের বাড়ির উঠান হতে নিজেই গাড়ি চালিয়ে রাগ হয়ে চলে যাচ্ছিল। এসময় গাড়িটির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়ি চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শ্বশুর এনাজুলের মৃত্যু হয়। লাশ বাড়ির সামনে মসজিদে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। জামাতা আবু তাহের কয়েকদিন আগে গাড়িটি কিনেছে।
ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, গাড়ির চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেয়া হবে।