রংপুরের কাউনিয়া উপজেলায় জাল টাকার নোট ও ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। আটক মো. ইয়াসিন আলী (৫৮), পিতা মৃত তাজ উদ্দিন। তিনি বাহাগিলি গ্রাম, কুশা ইউনিয়ন, কাউনিয়া থানা, রংপুর জেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকার জাল নোট ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানের সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামিকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক ও জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক ও জাল নোটের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক।