হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় জাল নোট ও ইয়াবাসহ আটক এক

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলায় জাল টাকার নোট ও ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। আটক মো. ইয়াসিন আলী (৫৮), পিতা মৃত তাজ উদ্দিন। তিনি বাহাগিলি গ্রাম, কুশা ইউনিয়ন, কাউনিয়া থানা, রংপুর জেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকার জাল নোট ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানের সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামিকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক ও জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক ও জাল নোটের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক।

গণভোট নিয়ে সারা দেশে চলছে প্রচার

কানাডায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক ডিসপ্লে গ্রেপ্তার

জলঢাকায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রোজা

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

বিএনপিতে কোন্দল ও জাপার নিষ্ক্রিয়তায় জয়ের সুযোগ দেখছে জামায়াত

দিনাজপুর-৬ আসনে একই গ্রামে দুইজন এমপি প্রার্থী

পুনাকের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অশ্লীল কর্মকাণ্ড: পার্ক মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

আওয়ামীপন্থি অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ