হোম > সারা দেশ > রংপুর

সেতাবগঞ্জ চিনিকল বন্ধের পাঁচ বছর: ‘কালো দিবস’ পালন

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তিকে ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তিকে ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে ‘সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজার (বাপন) সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সোহাগ হোসেন, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন, জামায়াত নেতা কাজী নুরে আলম, এম. ওয়ালীফ্লাড প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে তৎকালীন সরকার হঠাৎ করেই রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল বন্ধ করে দেয়। এর ফলে হাজারো আখচাষী, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী পরিবার কর্মহীন হয়ে পড়েন এবং দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করা হলেও এখনো অর্থ ছাড় হয়নি।

মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ দল-মত-নির্বিশেষে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা স্মরণ করিয়ে দেন— ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকার শিল্প বিরোধী নীতির অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল একযোগে বন্ধ ঘোষণা করে, যা দেশের শিল্পখাতের জন্য বড় ক্ষতি ডেকে আনে।

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা জামাই আদরে থাকবে: শ্রী লক্ষ্মীকান্ত

লালমনিরহাটে গরম কাপড় কেনায় শীতার্ত মানুষের ভিড়

দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যের ডিজি

লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

খাঁটি মধু পেতে ভরসা মৌয়াল খালেক

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

তিস্তার চরে আগাম মিষ্টিকুমড়া চাষ

বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য

আসামির হাতে বিদায়ী ওসিকে ক্রেস্ট–উপহার, সমালোচনার ঝড়

নবাবগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবি