হোম > সারা দেশ > রংপুর

রংপুর-১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

ছবি: সংগৃহীত

রংপুর-১ সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) তার আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাপার প্রার্থিতা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

এর আগে গত ১ জানুয়ারি দাখিল করা হলফনামায় অনিচ্ছাকৃতভাবে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত তথ্য উল্লেখ থাকায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রার্থীর হলফনামায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে মনোনয়ন বাতিলের সুযোগ থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীকালে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার মঞ্জুম আলী। আপিল শুনানিতে তিনি তার দাখিলকৃত কাগজ ও ব্যাখ্যা উপস্থাপন করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা ও নথিপত্র সন্তোষজনক বিবেচনায় আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, ‘এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। রংপুর-১ আসনবাসীর দোয়া ও সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে নির্বাচিত হব, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত

তরুণ ও সংখ্যালঘু ভোটার বদলে দিতে পারে হিসাব-নিকাশ

চাচার বিরুদ্ধে আপিল করেও বাবার পথ পরিষ্কার করতে পারলেন না ভাতিজা

জামায়াত আমিরের জনসভা সফলে পলাশবাড়ীতে প্রস্তুতি সভা

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় এবি পার্টির নেতা গ্রেপ্তার

সরকার কেন ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে পারবে, জানালেন সুজন সম্পাদক

সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্য করে ভুল স্বীকার বদিউল আলমের

‘আমি আপনার আপু নই—ফর ইউর কাইন্ড ইনফরমেশন’: ইউএনও শামিমা

বোনারপাড়া জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু