দিনাজপুরের নবাবগঞ্জে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে ৭টি গরু পুড়ে মারা যায় এবং রইচ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার রাত ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এর মহারাজপুর উচ্চগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপরই হঠাৎ এক বাড়িতে শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে এলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো গ্রামেই তাণ্ডব চালায় দাহ্য আগুন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি, আসবাবপত্র, খাবারদ্রব্য থেকে শুরু করে গবাদিপশুও আগুনে পুড়ে গেছে।
ঘটনার পরপরই ক্ষয়ক্ষতির পরিদর্শনে ঘটনাস্থলে যান নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, আগুন লাগার ঘটনা শোনার মাত্র ঘটনাস্থলে এসেছি। আগুনে পুড়ে ১১টি বাড়ি, ৭টি গরু এবং রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, রইচ উদ্দিনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারকে সহায়তা দিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়ায় জরুরি পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।