হোম > সারা দেশ > রংপুর

ভারতের পাহাড়ি ঢলে এখনও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ব্যারেজের ডালিয়া পয়েন্টে বুধবার বিকেল ৩টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে তিস্তা। এ তথ্য জানিয়েছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র। এরআগে, বুধবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ মিটার। যা ছিলো বিপৎসীমার ৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ওপরে।

এদিকে পানি প্রবাহ পরিস্থিতি স্বাভাবিক সামাল দিতে ৪৪টি গেট খুলে দিয়েছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, হাতীবান্ধা উপজেলার সিন্ধুর্ণা, গড্ডিমারী, ডাউয়াবাড়ি এবং পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশেষ করে এসব এলাকার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়া তিস্তা-ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় চরাঞ্চলের সবজি, বাদামসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অনেক মৎস খামারের মাছ পানিতে ভেসে গেছে। ফসলের ক্ষেত বন্যার পানিতে ডুবে গিয়ে ফসলহানির শঙ্কায় চিন্তিত কৃষকরা। তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের পানিবন্দি পরিবারগুলো শিশু-বৃদ্ধ ও গবাদি পশুপাখি নিয়ে বিপাকে পড়েছেন।

তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ মঙ্গলবার রাত থেকে আবারও বেড়েছে। ব্যারাজ রক্ষার্থে সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিনের মাথায় পানির প্রবাহ কমে যেতে পারে।

লালমনিরহাটের জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, বানভাসিদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে সহ-উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রকৃত বানভাসিদের তালিকা প্রস্তুত করে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ