হোম > সারা দেশ > রংপুর

জনগণের সেন্টিমেন্ট এখন দাঁড়িপাল্লার পক্ষে: এটিএম আজম খাঁন

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন প্রণেতা হবার মানসে মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থীরা। সারাদেশের নেয় রংপুর ৪ আসনের পীরগাছায় জমে উঠেছে ভোটের আমেজ।প্রার্থীরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও শো-ডাউন করছেন।

রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেন, দেশের একমাত্র রাজনৈতিক দল জামায়াত, রাজপথে সংগ্রামে নেমেছে। এজন্য এদেশের স্বাধীনতাকামী মানুষ, সার্বভৌমত্ব যারা শ্রদ্ধা করে এবং জামায়াতের নেতৃত্বকে সঠিক নেতৃত্ব ভাবছে তারাই বলছে সবাইকে দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। তিনি আরও বলেন, সামনে নির্বাচনে বিশেষ করে রংপুর-৪ আসনে জামায়াতের গণ-জোয়ার শুরু হয়েছে।

রোববার (১৬নভেম্বর) পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে কাচা রাস্তা তো পাকা হবেই! সেই সাথে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ছোবল থেকে রক্ষা করা হবে। এছাড়াও অনিয়ম, দুর্নীতি, রাজনীতি, দলীয়করণ ও ঘুষ না দেওয়ার কারণে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়নি। সেসব প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হবে।

তিনি আরো বলেন, জামায়াত ঘুষের বিরুদ্ধে অবস্থান নেবে, দুর্নীতিকে কবর দেবে, চাঁদামুক্ত দেশ গড়বে-এসব জামায়াত করবে বলে অনেকের বিশ্বাস অর্জন হয়েছে। জনগণের সেন্টিমেন্ট এখন দাঁড়িপাল্লার পক্ষে। জামায়াত খুব গঠনমূলক কাজ করে। আমরা সরকারে ছিলাম না অথচ আমাদের বিরুদ্ধে বিরোধিতা এমন চরম পর্যায় ছিল! জামায়াতে ইসলামী নাম উচ্চারণ করাটাই অনেক কঠিন ছিল। কিন্তু জামায়াত তার গঠনমূলক কাজ চালিয়ে গেছে। ফাঁসির রশিতে চুমু খেয়ে জামায়াত জনগণের মধ্যে আরেকটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছে। জামায়াত জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য, জনগণের শান্তির জন্য, দেশের জন্য জামায়াতকে ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হয় তবুও জামায়াত দেশ ছেড়ে পালাবে না। দেশেই থেকে জনগণের মুক্তির জন্য আন্দোলন করছে। জনগণের মুক্তি দেওয়ার প্রধান কাজ হচ্ছে পার্লামেন্টে যাওয়া। এজন্য জনগণ এটা বিশ্বাস করেছে।

এটিএম আজম খান বলেন, সারাদেশেই জামায়াতের গণ-জোয়ার শুরু হয়ে গেছে। এই গণ-জোয়ার ঠেকাতে গেলে অনেক দুঃসাহসের দরকার আছে। সত্যের দিকে জনগণ এগিয়ে যেতে চাচ্ছে। ছাত্র, যুবক, নারী, পুরুষ,কৃষক, শ্রমিক জনতা সবাই এগিয়ে আসছে। নতুন এই চেতনা যেন বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান স্বাধীনতা ও ৩৬ জুলাই বিপ্লবের চেতনা।

তিনি আরো বলেন, আগামীর চেতনা যেন হয় সৎ, দক্ষ, নির্ভেজাল লোক পার্লামেন্টে পাঠানোর চেতনা। জামায়াতের নেতৃবৃন্দকে পার্লামেন্টে জনগণ পাঠাতে চায় এই চেতনায়। সেসময় উপজেলা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-গন উপস্থিত ছিলেন।

রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন শুরু

অসহায় নারীর ব্যাংক ঋণ শোধ করল জামায়াত

একমাত্র দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক: এটিএম আজহারুল

আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না: বাবর

আ.লীগের লকডাউনে তীব্র যানজট রংপুরে, লাপাত্তা নেতাকর্মীরা

নীলফামারীতে নবান্নের বারতা নিয়ে কৃষকের উঠানে হেমন্ত

‘লজিক’ প্রকল্পের সাড়ে ৯ কোটি টাকার হদিস নেই

নীলফামারীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুরে দাঁড়িপাল্লার শোভাযাত্রায় সমর্থকের মৃত্যু, আহত ৩