বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে শত শত একর আবাদি আমন ধানসহ আবাদি সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। তাদের কান্না যেন থামছে না।
নওগাঁ প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে নওগাঁ জেলায় ব্যাপক বৃষ্টিপাতে ক্ষতির কবলে পড়েছে কৃষককুল। গত শুক্র ও শনিবার মুষলধারে বৃষ্টির ফলে রোপা আমন ধানেরক্ষেত পানিতে তলিয়ে গেছে। জেলার বিভিন্ন এলাকায় পাকা মাথা ভারী ধানগাছ পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এছাড়া ক্ষতির সম্ভাবনা রয়েছে শীতকালীন শাকসবজিরও।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, টানা তিন দিনের বৃষ্টি ও হাওয়া বাতাসে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক চাষিদের ধানের ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার পাঁচ উপজেলায় নিম্নাঞ্চল এলাকায় কাঁচা পাকা ধানসহ বৃষ্টির পানিতে ও বাতাসে নুয়ে পড়েছে। কাঁচা পাকা আমন ধানগাছসহ বীজআলু পানিতে নষ্ট হয়েছে। টানা বৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজি চাষিরা বিপাকে পড়েছে। গত বুধবার টানা বৃষ্টি ও বাতাসে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর, রায়পুর, সালান্দর, চিলারংসহ পাঁচটি উপজেলার অধিকাংশ এলাকার সবজি ক্ষেত, আমন ক্ষেতের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন দিনের টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সমতলে চা- চাষিদের জন্য এ সময়ের বৃষ্টিপাতা খুব উপকার হয়েছে। তেঁতুলিয়া উপজেলা সদরের মাগুড়া গ্রামের আমন চাষি আব্দুল লতিফ জানান, তিন দিনের বৃষ্টিতে তার ৫০ শতক আমন ধান মাটিতে হেলে পড়েছে। পানি জমে থাকায় কিছু ধানের শীষে পুনরায় চারা গজিয়েছে। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা বাতাসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রোপা আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উপজেলার হাজারো কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, পাঙ্গাশি, ধুবিল, চান্দাইকোনা ও নলকা ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমির রোপা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পার্বতীপুর উপজেলায় গত কয়েকদিনের নিম্নচাপ ও অতিবৃষ্টির কারণে চলতি আমন ধান এবং আগামজাতের আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। আধা পাকা আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন কি আগাম জাতের আলুর বীজ নষ্ট হয়ে গেছে। কৃষকরা অনেক আশা নিয়ে আগাম আলুবীজ জমিতে রোপণ করে কিন্তু হঠাৎ করে নিম্নচাপের কারণে আলুবীজ নষ্ট হয়েছে।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় অব্যাহত বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নুয়ে পড়েছে রোপা আমন ধান। ধানের জমির ক্ষতি হওয়ায় ফলন নেমে আসবে অর্ধেকে। পাকা ধানের হঠাৎ এমন ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, চলতি মৌসুমে উঠতি ফসল আমন ধান গোলায় উঠার জন্য দিনক্ষণ গুন ছিলেন কৃষক। ঠিক সেই মুহূর্তে কৃষকের লালিত স্বপ্ন অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নিম্নচাপের কারণে টানা কয়েকদিনের বৃষ্টিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আগাম আলু-সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। আবার অনেক ক্ষেতের ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে পানিতে ভাসছে অনেক কৃষকের সেই লালিত স্বপ্ন। এতে ব্যাপক পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।