দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহ ও কবরস্থানের মাটি কেটে নেয়ার প্রতিবাদ করায় গ্রামবাসীর উপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
জানা যায়, গত রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক তার ক্রয়কৃত পুকুর ভরাট করতে যান। এসময় একপাশে মাটি দিয়ে ভরাট করলেও পুকুরের অন্যপাশে ভেকু দিয়ে বালু উত্তোলন করেন। এভাবে বালু কাটতে কাটতে একপর্যায়ে পাশের ঈদগাহ ও কবরস্থানের প্রায় ১৭ফিট অংশ কেটে নেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিবলী তার লোকজনকে ডেকে নিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়।
এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, স্থানীয় আনোয়ার হোসেন, গোলাম মওলা, রুবেল মন্ডল, মেরাজ হোসেন আকাশ সহ বেশ কয়েকজন আহত হয়। এঘটনার পর বিকেলেই গ্রামবাসী একত্রিত হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুসহ একজনকে আটক করে থানা পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় গ্রামবাসী। দলীয় পদের অপব্যবহার করায় শিবলী সাদিককে দল থেকে বহিষ্কারের দাবিতে এই মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল ওয়াহাব, রুবেল মন্ডল, রাজিব আহমেদ, মোশারফ হোসেন, খায়রুল আলম চৌধুরী, আম্বিয়া বেগম প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।