গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক মহসেন (৩৫) সাঘাটার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা-ক্রোড়গাছা গ্রামের বাসিন্দা আহমেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে গেলে অল্প দূরে রেললাইন পারাপারের সময় মহসেন ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহসেন মানসিক ভারসাম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
বোনারপাড়া রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।