হোম > সারা দেশ > রংপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কমছে কুয়াশা বাড়ছে শীতের দাপট

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

সারা দেশে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২ থেকে ১৪ কিলোমিটার। তবে গত কয়েক দিনের তুলনায় আজ জেলাজুড়ে কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিলো। সকালের হিমেল বাতাস কনকনে শীতের বার্তা দিলেও বেলা বাড়ার সঙ্গে দেখা মিলেছে ঝলমলে রোদের। ফলে সাধারণ মানুষের জীবন জীবিকায় তেমন কোনো প্রভাব পড়েনি এখনো। তবে সামনের সপ্তাহে শীত বাড়লে এই পরিস্থিতিতে পরিবর্তন আসবে।

স্থানীয়রা বলছেন, হেমন্তের মাঝামাঝি সময়ে উত্তরের এই জনপদে প্রায় প্রতিদিনই দিনের বেলা ঝলমলে রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা হতে না হতেই অনুভূত হচ্ছে শীত। যা থাকছে পরদিন সকাল পর্যন্ত।

সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার আবরণে মোড়ানো সকালে বইছে উত্তরের ঝিরিঝিরি বাতাস। এর মধ্যে প্রয়োজনীয় কাজে বের হয়ে হয়েছেন স্বল্পসংখ্যক মানুষ। কেউ হাঁটছেন আবার কেউ কেউ ফসলের মাঠে পাকা ধান কাটার কাজ করছিলেন। শিক্ষার্থীদের কেউ কেউ ব্যাগ-বইপত্র নিয়ে বের হয়েছিল।

শহরের স্টেডিয়ামের সামনে চাসহ চটপটির দোকান করেন কমলা বেগম। আজ সকাল থেকে তার দোকানে যোগ হয়েছে শীতের পিঠা বিক্রির আয়োজন।

তিনি বলেন, ভোর বেলায় শীতের পরশ শুরু হয়েছে। মানুষজন পিঠা পুলির খোঁজ করছে তাই আজ থেকে পিঠার আয়োজন শুরু করেছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এখন থেকে তেঁতুলিয়ার দিনের তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বরের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একাধিক মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। শীত উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা তেঁতুলিয়ায় আসছেন। পর্যটকদের আনাগোনায় সরব এখন সীমান্ত শহর তেঁতুলিয়া।

নবাবগঞ্জে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১১.৮ ডিগ্রিতে

বাড়ির আঙিনায় স্বপ্নের আলো ‘লাকি আপার পাঠশালা’

জাসদ নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্য সচিবের পদত্যাগ

ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউজে যাওয়ার পথে চায়ের গাড়িকে ভূতে ধরে, হাওয়া হয়ে যায়

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মাহমুদুর রহমান মান্না

৬৩ বছর পর প্রিয় শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা পররাষ্ট্র উপদেষ্টার

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জামায়াত নেতার

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী