ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আদালতপাড়ায় আর কোনো অন্যায় রায় হবে না। ন্যায় প্রতিষ্ঠা হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে গাইবান্ধা শহরে স্বাধীনতা প্রাঙ্গণে জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে শিবির সভাপতি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেলেও দেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আমরা অতীতের রাজনীতির অবসান ঘটিয়ে নতুন উন্নয়নের রাজনীতির উদ্ভব ঘটাব। আমরা হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি চাই না।
তিনি আরো বলেন, অতীতে যারা ক্ষমতার দাপটে জুলুম, অত্যাচার করেছিল; তারা কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি; তাই তার করুণ পরিণতি হয়েছে।
গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-১ আসনের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ প্রমুখ।
এর আগে, সকালে গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির হাল ধরবে। সেজন্য পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, আমাদের টার্গেট- কাউকে শিবির বানানো নয়। আমাদের লক্ষ্য- ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ বানানো। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
নবীনবরণ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের শিবির সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম ও গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।