হোম > সারা দেশ > রংপুর

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) সদস্য সচিব আখতার হোসেন এর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম এর নিকট থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রংপুর জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি রংপুর জেলা আহ্বায়ক ও রংপুর ১ আসনের মনোনীত প্রার্থী মো.আল- মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক এম আই সুমন, মহানগরের সদস্য সচিব মো. আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী রুবায়েত কবির, হারাগাছ পৌর প্রধান সমন্বয়কারী ইয়াসীর আরাফাত, সদস্য মো.শিমুল মিয়া সহ জেলা মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩৬ জুলাইয়ের লড়াকু সৈনিক, জুলাই বিপ্লবের প্রথম রাজবন্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আখতার হোসেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে নিজেকে জাতীয় নেতা হিসেবে তৈরি করেছেন। অবহেলিত কাউনিয়া পীরগাছার মানুষ, স্থানীয় উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

এনসিপি রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে কাউনিয়া পীরগাছা উপজেলার জনগণ সৎ এবং যোগ্য নেতৃত্ব হিসেবে আমাদের নেতা আখতার হোসেনকে বেছে নেওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছি।

জেলা আহ্বায়ক ও রংপুর -১ আসনের মনোনীত প্রার্থী মো.আল- মামুন বলেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত ২৪ এর আন্দোলন রক্ত দিয়েছে। ২৪ এর আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আমাদের আখতার হোসেন এবং আমরা আন্দোলন করেছি।

আমরা দেখছি জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের সহযোদ্ধাদের মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে। বর্তমানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে সেই মানুষের নেতা হিসাবে আমরা সত্যিই লজ্জিত, এবং শঙ্কিত। শঙ্কিত আমরা বাংলাদেশের জন্য, শঙ্কিত লাল সবুজের পতাকার জন্য, শঙ্কিত আমরা মানচিত্রের জন্য, শঙ্কিত আমরা সার্বভৌমত্বের জন্য।

তিনি আরও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারলে, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে আখতার হোসেন ভাই নির্বাচিত হবেন।

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সন্ত্রাসবিরোধী আইনে পীরগাছা উপজেলা আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

তুহিন চৌধুরীকে ছেড়ে জমিয়তের আফেন্দিকে সমর্থন দিলো বিএনপি

বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩

এটিএম আজহারুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় রেলপথ অবরোধ

গোবিন্দগঞ্জের ৩৬ লেভেলক্রসিং গেটম্যান না থাকায় মৃত্যুফাঁদ

পঞ্চগড়ের দুটি আসনে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির হিস্যা বুঝে নেয়া হবে