হোম > সারা দেশ > রংপুর

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে: আবদুস সাত্তার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ডাকসু নির্বাচন নিয়ে শুধু দেশে নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। ছাত্রসমাজ তাদের সঠিক রায়ের মাধ্যমে তা রুখে দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ষড়যন্ত্র ছাত্র জনতা রুখে দেবে বলে জানান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

শুক্রবার সকালে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজনীতির নামে বাসি স্লোগান এখন বাংলাদেশে অচল উল্লেখ করে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, সামনের দিনে রাজনীতি পুরাতন কোনো সমীকরণের আলোকে হবে না। এমনকি অতীতের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেই ইকোয়েশন আগামীতে কোনো কাজে দেবে না। ডাকসু নির্বাচনে এটাই প্রমাণিত হয়েছে। যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগিং ব্যবহার করে পাস করতে চেয়েছে, তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে। এ কালচার বাংলাদেশের মানুষ আর চায় না।

সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির মো. শরফুদ্দিন খান।

সমাবেশে জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নারী-পুরুষ দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের করণীয় নির্ধারণের উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ