নেপথ্যে চাঁদাবাজি
চাঁদাবাজিকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় থানায় হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, থানায় হঠাৎ আক্রমণের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ আহত হয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলেও জানা গেছে।