হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় নদী ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।

বক্তারা বলেন, নদী শাসন প্রকল্পটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তির চাঁদাবাজির কারণে কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

জানা যায়, যমুনা নদীর ডান তীরে ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারী ও সাঘাটা উপজেলার গোবিন্দি, হলদিয়া এলাকা রক্ষায় ভরতখালী ইউনিয়নের বরমতাইর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলছিল। মানববন্ধনে আসা নদীপাড়ের মানুষের অভিযোগ, ওই এলাকার স্থানীয় মানিক মিয়া ও আজাদুল ইসলাম টিক্বা ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় ১৯ অক্টোবর তারা জোরপূর্বক কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় তৈয়বার আলী বলেন, “আমরা নদীর কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করছি। কিন্তু কিছু লোক চাঁদা না দিলে কাজ চলতে দেবে না বলে হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম বলেন, কাজ বন্ধের বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

বগুড়ার জুলাই যোদ্ধা সাকিব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, ৮ জেলায় ভয়াবহ লোডশেডিং

টাকা না দেওয়ায় দাদিকে জবাই, নাতি গ্রেপ্তার

সাঘাটায় রোপা আমন ধানে ‘পাতামরা’ রোগ ও পোকার আক্রমণ: কৃষকের মাথায় হাত

ভূরুঙ্গামারীতে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ‘বউ-শাশুড়ি মেলা’

শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. জাহিদ হোসেন