হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে শীত সামান্য কমলেও কুয়াশায় ঢাকা রাস্তাঘাট

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে শীতের দাপট সামান্য কমলেও কুয়াশায় ঢাকা রয়েছে রাস্তাঘাট। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেটলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টা পরও সূর্যের দেখা মেলেনি। দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহব্যাপী দিনাজপুর ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এর আগে ৩১ জানুয়ারি তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের দাপট সামান্য কমায় জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে। তবে ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢাকা রয়েছে। সকাল সাড়ে ১০টায় সূর্য উঁকি দিয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ২ কিলোমিটার।

দিনাজপুরের আশপাশসহ দেশের কয়েকটি জেলায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল- তেতুলিয়া (পঞ্চগড়): ১১.০, সৈয়দপুর: ১৪.০, রংপুর: ১৪.০, ডিমলা (নীলফামারী): ১৪.০, রাজারহাট (কুড়িগ্রাম): ১২.৮, বদলগাছি (নওগাঁ): ১৩.৭, বগুড়া ১৪.৬, বাঘাবাড়ি (সিরাজগঞ্জ): ১৮.৬, ঈশ্বরদী (পাবনা): ১৬.২, রাজশাহী: ১৪.৭, যশোর: ১৯.২, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ১৪.০ ও চুয়াডাঙ্গা: ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ