গাইবান্ধার সাঘাটায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আশরাফুল কবির। মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তার দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে।
আশরাফুল কবির ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চাকরিজীবনের শুরুতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে প্রায় চার বছর দায়িত্ব পালন করেন। পরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই বছর ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন দেওয়া হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামে।
দায়িত্বগ্রহণের পর ইউএনও আশরাফুল কবির দৈনিক আমার দেশকে জানান, সাঘাটার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সকল সেবা সহজীকরণ করতে কাজ করে যাবেন। জনগণের সকল সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।