হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

আকাশে ঘন কুয়াশা

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

ছবি: আমার দেশ

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই তাপমাত্রার কারণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।

সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের উত্তাপ ছিল খুব কম। ঘন কুয়াশার কারণে সাধারণ যানবাহনগুলো মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শীতজনিত সর্দি-কাঁশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগের প্রকোপ বেড়েছে। এছাড়া বয়স্করাও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তবে তেঁতুলিয়া হাসপাতালে মা ও শিশু চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক মা ও শিশু উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঠাকুরগাঁও হাসপাতালে রেফার করতে হচ্ছে।

তেঁতুলিয়া সদরের পাথরশ্রমিক আশরাফুল জানান, কনকনে শীতে মহাননন্দা বরফশীতল পানিতে কাজ করায় রাতেও হাত-পা থেকে ঠান্ডা যায় না। ফলে হাঁটুব্যথাসহ নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হতে হয়। কিন্তু পরদিন কাজে যেতে হবে বলে স্থানীয় বাজার থেকে বিষ-ব্যথার ওষুধ খেয়ে পুনরায় কাজে যেতে হয়। এভাবে তাদের প্রতিদিন জীবন ও জীবিকার তাগিতে যুদ্ধ করতে হয় মহানন্দায়।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এসআই

শক্ত অবস্থানে জামায়াত

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যু বেড়ে ৭

নতুন করে দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে

হাতীবান্ধা সীমান্তে বিজিবির বিওপি স্থাপন

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ডক্টর এনামুল হক

জনগণের কল্যাণে বাকি জীবন উৎসর্গ করব

দিনাজপুরে গণঅধিকারের ১৮ কর্মীর জামায়াতে যোগদান

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি, আকাশ ঘন কুয়াশায় ঢাকা

সেতুর অভাবে তিন গ্রামের মানুষের দুর্ভোগ

ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কা নিয়েই আলু চাষ শুরু চাষিদের