হোম > সারা দেশ > রংপুর

ফ্যান মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

রিশাদ

পঞ্চগড়ে জালাসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত ৮টায় পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন রিশাদদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রিশাদ পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন। একইসঙ্গে রিশাদ একজন কোরআনে হাফেজ ছিলেন।

নিহতের বাবা মো. আব্দুর রশিদ জানান, “দুই-তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে ফ্যানটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে সেটি খোলার চেষ্টা করে। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়।” পরে পরিবারের সদস্যরা এসে দেখতে পান রিশাদ মেঝেতে ফ্যানসহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার আগেই রিশাদ মারা যান।

রিশাদের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয়রা জানান, রিশাদ ছিল ভদ্র, মেধাবী ও ধর্মপ্রাণ ছাত্র। তার মৃত্যুতে আমরা শোকাহত।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ