হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ নেতার অবৈধ বসতি উচ্ছেদ করল রেল

আমার দেশ-এ সংবাদ প্রকাশ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা লুতফর রহমানের অবৈধ বসতি উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। জেলা শহরের পঁচার মসজিদ এলাকায় সরকারি জমি দখল করে নির্মিত আধাপাকা বাড়িটি মঙ্গলবার এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

এর আগে গত ১৩ ডিসেম্বর ‘রেলের জায়গা দখল করে আওয়ামী লীগ নেতার আলিশান বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার দেশ। লুতফর রহমান রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও কুড়িগ্রাম আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।

তিনি আওয়ামী আমলে ক্ষমতার অপব্যবহার এবং ঘুস ও জামিন বাণিজ্য করে বিপুল অর্থের মালিক হন বলে জানা গেছে। এপিপির দায়িত্ব পাওয়ার পর তিনি মামলার বাদী-বিবাদী উভয়পক্ষের কাছ থেকে টাকা হানিয়ে নেন বলে অসংখ্য অভিযোগ আছে। একই ভাবে তিনি শহরের পঁচার মসজিদ এলাকায় রেলের জায়গা দখল করে বাড়ি তৈরি করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। অবশেষে গতকাল সকালে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উৎসুক জনতার ভিড় জমে। অবৈধভাবে নির্মাণ করা বাড়ি ভেঙে দেওয়ায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেন।

স্থানীয় এক চা বিক্রেতা বলেন, আমরা তো মনে করেছিলাম প্রশাসন কিছুই করবে না কিন্তু তাদের কার্যক্রম দেখে অনেক ভালো লাগছে। আসলে আইনের কাছে সবই তুচ্ছÑএটাই প্রমাণ হলো। এটা দেখে অনেকেই শিক্ষা নেবে, প্রশাসনকে ধন্যবাদ জানাই।

অভিযানের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় ভূমি কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, আমি অভিযানে ছিলাম।

এটা আমার দৈনন্দিন কাজ। আমি প্রতি মাসে কমপক্ষে দুটি উচ্ছেদ অভিযান পরিচালনা করি। আমাদের রেলের ভূমিতে অবৈধভাবে যারা আছে, আমরা জায়গা ফাঁকা করি। অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা লুতফর প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম শহরে এসে আইন পেশায় যুক্ত হন। বসবাসের জন্য পঁচার মসজিদ এলাকায় বাসা ভাড়া নেন তিনি। আইন পেশার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় প্রভাবে তিনি এপিপি হন। এরপর নামেন দুহাতে টাকা উপার্জনের নেশায়।

এছাড়া লুতফর বাদী হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে কুড়িগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের ভুয়া অভিযোগে হয়রানিমূলক মামলা করেন।

উচ্ছেদের বিষয়ে জানতে লুতফরের চেম্বারে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

পুলিশ কর্তা রাজিয়ার বিরুদ্ধে তদন্তের উদ্যোগ

লালমনিরহাট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রোকন উদ্দিন

দিনাজপুর- ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আ. লীগ নেতাদের নদের তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে বাধা

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১১ ডিগ্রি

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সন্ত্রাসবিরোধী আইনে পীরগাছা উপজেলা আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার