হোম > সারা দেশ > রংপুর

ফেসবুক লাইভে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা

রংপুর অফিস

প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে কথা বলতে বলতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রংপুরের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফাহিম হাবিব (১৭)।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কলেজের ২০২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানান, শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামে। তিনি রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফাহিমের সঙ্গে বগুড়ার শিবগঞ্জের ভরিয়া গ্রামের জেসমিন আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মোবাইল ফোনে সম্পর্ক ছিল। রোববার (১৭ আগস্ট) তাদের দেখা করার কথা ছিল, কিন্তু দেখা না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে ফাহিম কলেজ হোস্টেলে ফিরে আসেন। এরপর তারা মোবাইল ফোনে কথা বলতে থাকেন, কিন্তু ঝগড়ার একপর্যায়ে ফাহিম লাইভ চলাকালীন গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার রুমমেট কক্ষে ছিলেন না।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ফাহিমের বাবা-মাকে খবর দেওয়া হয়। তারা থানায় এসে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে লিখিতভাবে জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ