হোম > সারা দেশ > রংপুর

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আজম খান

আমার দেশ অনলাইন

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার এটিএম আজম খান নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

এটিএম আজম খান ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।দীর্ঘদিন রাজপথের লড়াই, ময়দানি শ্রম এবং পীরগাছা–কাউনিয়ার আপামর জনগণের সেবায় নিয়োজিত থাকার পর আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের কথা তুলে ধরছি।

বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে আমি সাংগঠনিক সিদ্ধান্তক্রমে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই আসনে জোট মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আকতার হোসেনকে আমি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।

একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য অনেক সময় ব্যক্তিগত ও দলীয় আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই ত্যাগ পীরগাছা–কাউনিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিত শক্তিকে আরও বেগবান করবে।

প্রিয় পীরগাছা ও কাউনিয়াবাসী,

বিগত দিনগুলোতে আপনাদের যে অভূতপূর্ব ভালোবাসা, দোয়া ও স্নেহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অকৃত্রিম সমর্থন আমাকে প্রতিটি পদক্ষেপে শক্তি জুগিয়েছে। বিশেষ করে দূর প্রবাসে থেকেও যে ভাই-বোনেরা দিনরাত দোয়া ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

আমার সংগ্রামী সহযোদ্ধাগণ,

আপনাদের অক্লান্ত ত্যাগ, নির্ঘুম রাত এবং কনকনে শীত উপেক্ষা করে ময়দানে টিকে থাকার দৃশ্যগুলো চিরদিন আমার হৃদয়ে গেঁথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আপনাদের এই কুরবানি কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

নির্বাচনী দায়িত্ব পালনকালে জেনে বা না জেনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানচ্ছি।

মহান রাব্বুল আলামিন আমাদের সকল নিয়ত ও প্রচেষ্টাকে কবুল করুন। আমিন ’

জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা-৫ আসনে বিএনপি প্রার্থী ফারুক আলমের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা

নীলফামারীত- ১ আসনে জমিয়ত মহাসচিবের মনোনয়নপত্র দাখিল

শীতে কাঁপছে লালমনিরহাট, চরাঞ্চলে দুর্ভোগ চরমে

কাউনিয়ায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য সোহরাব আলী গ্রেপ্তার

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন ভারতীয় নাগরিককে পুশইন

শীতে জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামের, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

নেই সূর্যের দেখা, শীতে কাহিল সাধারণ মানুষ