রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভেঙে যাওয়া একটি ব্রিজ এক বছরেও সংস্কার হয়নি। এর ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন ওই এলাকার মানুষ।
উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া ও প্রামাণিকপাড়ার মাঝামাঝি অবস্থিত ব্রিজটির গত বছরের (২০২৪) বর্ষা মৌসুমে মাঝখানের ঢালাই ভেঙে রড বেরিয়ে আসে। এরপর থেকে আর সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার কয়েক গ্রামের মানুষ। রাতে অনেক পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে চলাচলের সময় ভাঙা অংশে পড়ে আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের ব্যাপারে সয়ার ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হামিদ মিয়া বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর আমি ব্যক্তিগত উদ্যোগে বাঁশ দিয়ে ঢেকে প্রতিরক্ষার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কে বা কারা রাতের আঁধারে বাঁশগুলো নিয়ে গেছে।
সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলট বলেন, ব্রিজটি সংস্কারের বিষয়ে আমরা উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ব্রিজটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চলতি অর্থবছরেই ব্রিজটির কাজ শুরু করা হবে।