হোম > সারা দেশ > রংপুর

ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনে পদ্মরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন অকেজো হওয়ায় প্রায় তিন শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

দুপুর একটার পর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা ছয়টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে আসলে ইঞ্জিন অকেজো হয়ে বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও রাত পৌনে আটটায় এ খবর লেখা পর্যন্ত ইঞ্জিন সচল করা সম্ভব হয়নি।

এতে লালমনিরহাট, তিস্তা, পীরগাছা, কাউনিয়া, বামনডাঙ্গা, নলডাঙ্গা, গাইবান্ধা সহ বিভিন্ন স্টেশন থেকে ওঠা যাত্রীরা বোনারপাড়ায় এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

লালমনিরহাট থেকে ওঠা বগুড়া গামী যাত্রী শরিফুল ইসলাম ও কাউনিয়া থেকে ওঠা যাত্রী রবিউল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিন ওকেজো হাওয়ায় প্রায় ২ ঘন্টা ধরে বসে আছি। এই ইঞ্জিন কখন মেরামত হবে, কখন যে আমরা গন্তব্যে পৌঁছাতে পারব, এ নিয়ে চিন্তায় আছি। এসব পুরাতন ট্রেন এবং ইঞ্জিন আর কতদিন চালানো হবে-প্রশ্ন রেখে আরেক যাত্রী মশিউর রহমান বলেন, এভাবে পুরাতন ট্রেন  চালানো আর কতদিন। মাঝেমধ্যেই এসব ইঞ্জিন  বন্ধ হয়ে যায়। ভোগান্তির অন্ত থাকে না যাত্রীদের।

বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র জানান, ওই ট্রেনের ইঞ্জিনটি চেষ্টা করেও সচল না হওয়ায় সান্তাহার থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। ইঞ্জিন আসলেই ট্রেনটি ছেড়ে দেওয়া যাবে।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ