হোম > সারা দেশ > রংপুর

জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার হোসেন

রংপুর অফিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

বুধবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা স্বৈরাচারী ছিল। তারা চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে গিয়ে র‌্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। মিরপুরে হতাহতের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা বিষয় আইনশৃঙ্খলার পরিস্থীতির অবনিতির দিকে ইংগিত করে। আমরা নির্বাচন ও সরকারের কাছে আহ্বান জানাবো এই আনুষ্ঠানিক প্রচারের সময়কালে কোনভাবেই আমাদের কোনো প্রার্থীকে হাদী ভাইয়ের মতো পরিনত বহন করতে যেনো না হয়। আমাদের কোনো সাধারণ ভোটারকেও হাদী ভাইয়ের মতো পরিনত বহন করতে না হয়।

বিগত দিনের নির্বাচনের কথা উল্লেখ্য করে আখতার বলেন, “আমরা খেয়াল করে দেখেছি অতিতের সময়কালে অনেক ক্ষেত্রে নির্বাচনি প্রচারের সময়ে সাধারণ মানুষের উপরে নিপিড়ন চলে এসেছে। সাধারণ মানুষকে প্রলভিত করা হয়েছে, তাদেরকে নিপিড়িত করা হয়েছে। এখনকার সময়ে মামলা বানিজ্যের মতো ঘটনা ঘটছে। নিজেদের দলেরর থেকে সমর্থন নিয়ে আসার জন্য মামলা বানিজ্য করেছেন অনেকে। এই বিষয়গুলোকে আমরা সরকারের তরফ থেকে ফুল স্টক সমাধান প্রর্তাশা করি। যাতে কোনোভাবেই অবৈধ অস্ত্র না থাকে। কোনোভাবেই কোনো সংঘাত, বা কোনো ভোটার এবং প্রার্থী তারা যেনো ক্ষতিগ্রস্ত না হন তার ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।”

আখতার হোসেন বলেন, গণভোটের বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে জানি বাংলাদেশের রাষ্ট্রটা একটা ফ্যাসিবাদের কাঠমোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে। সেই ফ্যাসিবাদি কাঠামোর উত্তলনের জন্য কাষ্ট্র কাঠামো যে কাঙ্খিত সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এবারের জুলাই সনদে কিছু প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। এনসিপিসহ ১০ দলের পক্ষ থেকে গণভোটে বাংলাদেশের সাধারণজনতাকে ‘হ্যা’ ভোটের পক্ষে কাজ করার জন্য আমার আহ্বান জানাই। আমরা মনে করি যারা ‘না’ ভোটের ক্যাম্পিং করছে জনগণ এবারের নির্বাচনে তাদেরকেই ‘না’ করে দিবে। এবং সামনের দিনে নতুন যে বাংলাদেশ প্রত্যাশা করি গণভোটের মাধ্যদিয়ে সেই বাংলাদেশের যতটুকু অর্জন তার প্রতিটা অংশকেই আমরা শিকিউর করতে চাই।

আখতার হোসেন বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। একনায়কতন্ত্রের বদলে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে। সেই ব্যবস্থার মূল উপাদানগুলো ‘জুলাই সনদে’ রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে আমাদের সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা উচিত।’

পরিশেষে, তিনি সাংবাদিকদের সকল প্রকার ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রলোভন উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রতীক গ্রহণ করেন।

পালানো সেই যুবলীগ নেতার হ্যান্ডকাফ খুলে থানায় জমা দিলেন যুবদল নেতা

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন