হোম > সারা দেশ > রংপুর

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না: এটিএম আজহার

রংপুর অফিস ও বদরগঞ্জ প্রতিনিধি

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার ও দৃশ্যমান সংস্কারের আগে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। সেই নির্বাচন গ্রহণযোগ্যতাও পাবে না। অবিলম্বে সংবিধান সংশোধন করে তার আলোকে ভোট করতে হবে। বাহাত্তরের সংবিধান জারি রাখার জন্য আবু সাঈদ, মুগ্ধরা জীবন দেননি।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পলিপড়া ও পাকার মাথায় উপজেলা জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহার বলেন, জামায়াত সবাইকে আপন করে নিতে চায়। কারণ, এই দলের নেতাকর্মীরা সবার আপনজন। মানুষকে ভুল বুঝিয়ে জামায়াত থেকে দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত একটি মহল। তার পরেও মানুষের আপদ-বিপদে জামায়াতের লোকজন পাশে থেকে থাকে।

আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে মেরে ফেলেছে দাবি করে এই জামায়াত নেতা বলেন, জোর করে ভয়ভীতি দেখিয়ে বন্দুকের নলের সামনে পরিবারকে জিম্মি করে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী নেওয়া হয়েছিল। এখন সবাই দেখছে সেই সাক্ষীরা প্রকাশ্যে নির্ভয়ে এসে সত্য কথাগুলো বলে দিচ্ছেন।

ভোট সম্পর্কে এটিএম আজহার বলেন, অন্য দলের নেতারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি, নানা ওয়াদা দিয়ে ভোট নেয়। কিন্তু ভোট পাওয়ার পর সেই নেতারা আর এলাকায় না এসে নিজেদের উন্নয়ন করে। কারণ তারা মানব রচিত সংবিধানের আলোকে পরিচালিত সংসদের শাসক। মানব উন্নয়ন করতে হলে অবশ্যই আল কোরআনের আইন চালু করতে হবে, সৎ লোকের শাসন ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের একটাই স্লোগান আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাইতে হলে সৎ লোককে ভোট দিতে হবে। সৎ লোককে ভোট দিলেই এই প্রচলিত আইনকে পরিবর্তন করে ভালো লোকের মাধ্যমে জামায়াতের ছায়াতলে আসতে হবে। জামায়াতের ছায়াতলে এলে অন্তত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখতে হবে।

মধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম প্রমুখ।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ