হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে মানব পাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মানব পাচারের সময় এক ভারতীয় নাগরিকসহ মানব, নারী ও শিশু পাচারচক্রের ছয় সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি আটকদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়নের রসুলপুর বিওপির বিজিবির একটি টহলদল উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টার দিকে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের সীমান্ত এলাকায় রসুলপুর বিওপি ফাঁড়িতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার।

এরপর রাতেই আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম এলাকার নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রাণী (১০) ও রাজশ্রী রাণী (৩), পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ মানব পাচারের সঙ্গে জড়িত। চলতি বছরের ২২ অক্টোবর হিলি স্থলবন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মৃত মিঠু চন্দ্রের স্ত্রী জলি রাণীকে ২৬ অক্টোবর কোর্ট ম্যারেজ করেন।

পরবর্তীতে পাচারের উদ্দেশ্যে তিনি জলি রাণী, তার দু’সন্তান এবং বিজন কুমার দাস ও তার স্ত্রী লিপি রাণীকে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে ৪ নভেম্বর সীমান্ত এলাকার ফুলবাড়ীর রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে নিয়ে আসেন।

এরপর ৪ নভেম্বর নেপাল বর্মন ভারতে ফিরে পুনরায় ৫ নভেম্বর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ পাঁচজনকে ভারতে পাচারের প্রস্তুতি নেয়।

এদিকে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর বিওপির টহলদল আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে নেপাল বর্মন জানিয়েছেন, তিনি বাংলাদেশের বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের করে আসছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল হক জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকসহ সংঘবদ্ধ নারী ও শিশুসহ মানব পাচারচক্রের ছয় সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন। আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় সোপর্দের পর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভারতীয় বিএসএফের কাছে এ ঘটনায় কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির প্রার্থী হৃদরোগে আক্রান্ত, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

মলীন হাজারো পর্যটকের হৃদয়, দিল না দেখা রূপবতী কাঞ্চনজঙ্ঘা

হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু, মারধরের শিকার স্বজনরা

ছোট ভাইয়ের সাথে মারামারি করবেন, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল

১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

এক রুমে সব শ্রেণির ক্লাস, জুতার দোকানে চলে দাপ্তরিক কাজ

আবার প্রাণ ফিরে পেয়েছে উত্তরা ইপিজেড

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লো বিএসএফ, বিজিবির প্রতিবাদ

রেলে তুলকালাম: এক সাহেবের সুবিধায় হাজার যাত্রীর ভোগান্তি!