হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আজও ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। টানা সপ্তাহ ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে মানুষের কিছুটা দুর্ভোগ কমতে থাকে।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৬ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজি সায়েমুজ্জামান বলেন, ইতিমধ্যে জেলার শীত কবলিত মানুষের মাঝে ৩০ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে।

আবারও বিদ্রোহের আগুন কুড়িগ্রাম-৪ আসনে

বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে আজ পার্বতীপুরে অবরোধ

গাইবান্ধায় এনসিপির মনোনয়ন পেলেন সোহাগ ও আসাদুজ্জামান

এই প্রজন্মকে বস্তাপচা রাজনীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না

বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

রংপুরে ২ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের ছাড় দেয়া হবে না: শিবির সভাপতি

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

এ প্রজন্মকে দাবায় রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি