হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম চতুরবাড়ি সীমান্তে ৬১ বিওপি স্থাপন করল বিজিবি

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি চতুরবাড়ি প্রত্যন্ত ও দুর্গম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন একটি নবনির্মিত বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ধবলগুড়ি এলাকার চতুরবাড়ি বিওপি উদ্বোধন করেন বিজিবি পিএসসি, জি, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ।

এর আগে বিওপিতে পৌঁছে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের গার্ড অব অনার গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি নবনির্মিত বিওপি ‘চতুরবাড়ি’ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি কর্মকর্তা, সৈনিক এবং সংবাদকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, চতুরবাড়ি ব্যাটালিয়নের ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপি'র মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় ওই দুই বিওপির পক্ষে চোরাচালান দমনে টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। এমতাবস্থায় দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত রক্ষায় চতুরবাড়ী নামক স্থানে "চতুরবাড়ী বিওপি নির্মাণ করা হয়। তারা আরো জানান বিওপি উদ্বোধনের পরবর্তীতে আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আরো বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত "চতুরবাড়ী বিওপি" এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি'র কল্যাণ কামনা করেন।

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন

ভাদুরিয়া উপস্বাস্থ্যকেন্দ্র ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি

কুড়িগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল

সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আগাম আলুর বেশি দাম, ফুলবাড়ীতে কৃষকের মুখে হাসি

কৃষকলীগ নেতার সুপারিশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিলেন ওসি

রংপুর বিভাগের নতুন পুলিশ সুপার যারা

ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

দেশে ভোট ভোট খেলা আর হতে দেওয়া যাবে না: সাইফুল হক