হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের মনোনয়নপত্র শুক্রবার বিকালে যাচাইবাছাই করা হয়েছে। এ আসনে দাখিল করা ১২ জনের মনোনয়নের মধ্যে আটজনকে বৈধ ঘোষণা করা হয়। তথ্যে গরমিল এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে সঠিকতা না থাকায় চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

তিনি জানান, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তথ্যে গরমিল এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে সঠিকতা না পাওয়ায় চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন আব্দুল মুনতাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আব্দুল গফুর সরকার (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মির্জা মো. শওকত আকবর রওশন (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), মো. মাইদুল ইসলাম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী), নুর মোহাম্মদ (লিবারেল ডেমেক্রেটিক পার্টি-এলডিপি), মো. সিদ্দিকুল আলম (জাতীয় পার্টি)।

এদিকে মনোনয়ন বাতিল করা চারজনেই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন জোবায়দুর রহমান (হীরা), মো. রিয়াদ আরফান সরকার, এস এম মামুনুর রশিদ ও মো. শাহরিয়ার ফেরদৌস। তথ্যে গরমিল এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে সঠিকতা না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তারা মনোনয়ন বৈধতার জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

এসআই

চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন বৈধ ৭, বাতিল ৪ জনের

কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

ডেভিল হান্ট অভিযানে আ.লীগ ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

শীতের দাপটে কাঁপছে বিপর্যস্ত জনজীবন

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি

নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণের চেষ্টা রুখে দিল বিজিবি

জামাইয়ের গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদ গ্রেপ্তার