হোম > সারা দেশ > রংপুর

ভারতে পালিয়েও রক্ষা পেলেন না হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮) হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা।

শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

ঘটনার ৪ বছর পর তাকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট-কর্নাই মাঝাপাড়া পাকা সড়কের দক্ষিণে পুকুর পাড়ে খুন হন বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। সেই সময় মামলা তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। মামলার প্রধান আসামি উপজেলার চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা ভারতে পালিয়ে যায়। ঘটনার ৪ বছর পর সম্প্রতি ভারতে পুলিশের হাতে আটক হয় মাসুদ। ভারতীয় পুলিশ তাকে বিএসএফর কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার বিএসএফ তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। এসময় সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি। পরে ঐ দিনই দুপুরে তাকে যশোরের চৌগাছা থানা পুলিশে কাছে হস্তান্তর করে বিজিবি।

চৌগাছা থানা পুলিশ তার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারেন তিনি পীরগঞ্জের ইসাহাক আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামি। বিষয়টি জানতে পেরে পীরগঞ্জ থানা পুলিশ চৌগাছা থানা থেকে মাসুদকে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন এবং শনিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠায়।

উল্লেখ্য, এ হত্যা মামলায় এর আগে উপজেলার জাবরহাট গ্রামের নয়ন (২০) মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলামকে(১৮)কে গ্রেপ্তার করে থানা পুলিশ জেল হাজতে পাঠায়। তারা বর্তমানে জামিনে রয়েছেন। মাসুদ গ্রেপ্তার হলেও এ মামলার আরো একজন আসামি পলাতক রয়েছেন।

এলাকাবাসীর ধারণা তিনিও ভারতে পালিয়ে আছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা। দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করে। বিজিবি মাসুদকে সীমান্তে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে যশোরের চৌগাছা থানা থেকে তাকে ধরে এনে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রশ্নের সেট ‘পদ্মা’পেয়ে বারবার কাশি, আটক চাকরিপ্রার্থী কৃষ্ণকান্ত

সাজানো মামলায় আদালতের বারান্দায় কাটছে যুবকের প্রতিটি দিন

গ্রেপ্তারের পর কারাগারে কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি

পুলিশের হাত কামড়ে আটক আ.লীগ নেতা ছিনতাই

কাউনিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়াদোত্তীর্ণ ছাড়পত্রে নিয়োগের অভিযোগ

খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় কারাগারে সাংবাদিক

এমপি সুজন ও মোজাহারুলের নির্দেশে চলত দমনপীড়ন

ডিমলায় গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান