হোম > সারা দেশ > রংপুর

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন

রিয়াদুন্নবী রিয়াদ, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ ভয়াবহ ভাঙনে পরিণত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আগের ব্লক ধসের সময় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিত, তবে আজকের এ বিপর্যয়জনক পরিস্থিতি তৈরি হতো না।

গত ১১ আগস্ট সরেজমিন প্রতিবেদনে জানানো হয়েছিল, বাঁধের প্রায় ৬০ মিটার অংশের ব্লক ধসে ৭০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছিল। কোনো পদক্ষেপ না নেওয়ায় ধস দ্রুত ভয়াবহ ভাঙনে রূপ নিয়েছে। আজ ১৭ আগস্ট দেখা গেছে, তীব্র স্রোতে একের পর এক ব্লক নদীগর্ভে পড়ে যাচ্ছে। এতে রংপুর–লালমনিরহাট আঞ্চলিক সড়ক ও তিন গ্রামের প্রায় ১,২০০ পরিবার সরাসরি ভাঙনের হুমকিতে পড়েছে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আমরা আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেনি। তাই আজ বাঁধ ভাঙনে পৌঁছেছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সেতু ও সড়ক দুটোই বিপন্ন হবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ভাঙনের বিষয়টি আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। দ্রুত অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

উপজেলা এলজিইডি কর্মকর্তার ওবায়দুল রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সেতু–সড়ক ও জনপদ রক্ষায় অবিলম্বে জিও ব্যাগ ফেলা ও ব্লক বসানোর কাজ শুরু করতে হবে। পদক্ষেপ না নেওয়ায় এই ভয়াবহ ভাঙন ঘটেছে, এবং যদি সময়মতো ব্যবস্থা নেওয়া না হয়, তিস্তার ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ