হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মাজার জিয়ারত শেষে আলিয়া মাঠে তারেক রহমানের জনসভা

খালেদ আহমদ, সিলেট ব্যুরো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেট আসছেন এবং প্রথমে দুই ওলি হজরত শাহজালাল রহ. ও শাহপরাণ রহ.-এর মাজার জিয়ারত করবেন এবং সুনামগঞ্জ থেকে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে বিএনপির সূত্র জানিয়েছে।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটাই তার প্রথম সফর এবং ১৯ বছর পর তারেক রহমান সিলেট আসছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আমার দেশকে জানান, ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন। বিএনপির প্রথা অনুযায়ী দুই ওলির মাজার জিয়ারত শেষে সরাসরি সুনামগঞ্জ যাবেন তারেক রহমান। সেখানে কর্মসূচি শেষ করে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি জানান, ম্যাডাম খালেদা জিয়াও ওলি আওলিয়ার মাজার জিয়ারত করে প্রচারণা করতেন। সেই ধারা অব্যাহত রাখছেন তারেক রহমান।

এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসেনর প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন আমার দেশকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সুনামগঞ্জে একটি জনসভা ও ফেরার পথে তিনটি পথসভায় বক্তব্য রাখবেন।

সুনামগঞ্জ শহরের বালুর মাঠে প্রথম নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সুনাম থেকে সিলেটে যাওয়ার পথে শান্তিগঞ্জ, উপজেলা সদর, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি সরাসরি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার জনসভায় যোগদান করবেন। সিলেট থেকে ঢাকা ফেরার পথে হবিগঞ্জের একটি জনসভায় যোগদানের কথা রয়েছে।

প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: আদিলুর রহমান খান

পা ফেলার জায়গা নেই, শুধু রোগী আর রোগী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি হত্যার অভিযোগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক