প্রতীক বরাদ্দের পর জগন্নাথপুর বাজারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জগন্নাথপুর বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন।
এসময় তিনি সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হাফিজ সৈয়দ উযায়েরুল হক মমনু, আহ্বায়ক আলী আসগর ইমন, মাওলানা এরশাদ খান আল হাবীব এবং অর্থ সচিব শেখ শামসুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম শাহীনূর রহমান শাহীন, হাজী আনোয়ার হোসেন, লিটন মিয়া, ডাঃ শামসুল হোক, খুরশেদ আলম মেম্বার, জাকির হোসেন, সুজাদ মিয়া ও আক্তার হোসেন।
এছাড়াও শান্তিগঞ্জ উপজেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাফিজ হোসাইন আহমদ, সদস্য হাফিজ আতিকুর রহমান ও মাওলানা আফাজ আহমদ।