সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্লাসে ঢুকে এক ছাত্রীর মাথা ফাটিয়েছেন প্রধান শিক্ষক। রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪) শ্রেণিকক্ষে কথা বলছিলেন। হঠাৎ ঢুকে প্রধান শিক্ষক ফরুক আহমদ (৫০) ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে উপর্যুপরি আঘাত করেন। আঘাতের ফলে সাইদা বেগম (১৪) এর মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে স্বজনরা স্কুল থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
আহত ছাত্রীর বাবা মুজিবুর রহমান বলেন, আমার মেয়েকে সম্পূর্ণ বিনা কারণে প্রধান শিক্ষক পিটিয়ে গুরুতর আহত করেন। এতে আমার মেয়ের মাথার সামনের অংশ ফেটে রক্তক্ষরণ হয়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
তিনি প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার (পলাশ) বলেন, সেদিন আমি সিলেটে ছিলাম। এসে বিষয়টি জানতে পেরে ছাত্রীটির খোঁজখবর নেই।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনোভাবে কাম্য নয়। প্রধান শিক্ষক সম্পূর্ণ অন্যায় করেছেন। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।